• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    কেরানীগঞ্জে সেনা অভিযান: মদ ও সরঞ্জাম জব্দ, সংঘবদ্ধ চক্রের সদস্য আটক 

     dailybangla 
    31st Dec 2025 2:23 pm  |  অনলাইন সংস্করণ

    মো. জাহাঙ্গীর আলম: রাজধানীর কেরানীগঞ্জে মাছের খামারের আড়ালে দীর্ঘদিন ধরে চলা একটি অবৈধ মদ কারখানার সন্ধান পেয়ে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ প্রস্তুত মদ ও কাঁচামাল জব্দের পাশাপাশি অবৈধ মদ উৎপাদনের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের একাধিক সদস্যকে আটক করা হয়েছে।

    নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন অজেয়–৪ ইউনিটের কামরাঙ্গীরচর আর্মি ক্যাম্প থেকে একটি পেট্রোল দল নদীপথে দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনা করে। অভিযানে কেরানীগঞ্জ সংলগ্ন নবচর এলাকার একটি মাছের খামারের আড়ালে পরিচালিত অবৈধ মদ উৎপাদন কার্যক্রমের সন্ধান পাওয়া যায়।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই স্থানে অবৈধভাবে বাংলা মদ উৎপাদন করে আসছিল। ৩১ ডিসেম্বরের বর্ষবরণ উদযাপনকে সামনে রেখে তারা আনুমানিক দুই হাজার লিটার মদ উৎপাদনের প্রস্তুতি নিয়েছিল।

    অভিযানকালে ঘটনাস্থল থেকে আনুমানিক ৩০০ লিটার প্রস্তুত বাংলা মদ এবং প্রায় দুই হাজার লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া ২৩টি ড্রাম, ৭টি জারিকেন, ৩টি গ্যাস সিলিন্ডার, মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

    প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে আটককৃত ব্যক্তিদের বসিলা রিভারাইন থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, এই অভিযান সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও কার্যকর নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে ভবিষ্যতে অবৈধ মদ উৎপাদনসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031