কোচের সঙ্গে সম্পর্ক ভেঙেছে দাবি সালাহর
স্পোর্টস ডেস্ক: লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছেন মোহামেদ সালাহ। লিডসের সঙ্গে ৩-৩ ড্র ম্যাচের পর তিনি বিস্ফোরক মন্তব্য করেন- তিনি জানান, কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে এবং তাকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে।
টানা তৃতীয় ম্যাচে তাকে দলে রাখা হয়নি। লিভারপুল মৌসুমে ১৫ ম্যাচে মাত্র চারটি জয় পেয়েছে, ফলে সালাহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা বাড়ছে। ২০১৭ সালে যোগ দেওয়ার পর সালাহ লিভারপুলের হয়ে ২৫০ গোল করেছেন এবং শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন।
এই মৌসুমে ছন্দে না থাকায় ১৯ ম্যাচে তার গোল সংখ্যা মাত্র পাঁচ। নটিংহাম ফরেস্টের বিপক্ষে হারের পর কোচ স্লট ধৈর্য হারিয়ে তাকে বেঞ্চে রাখেন। গ্রীষ্মে ৩০০ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নতুন খেলোয়াড় আসায় সালাহকে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে বলেও ধারণা।
সালাহ ইঙ্গিত দিয়েছেন, ব্রাইটনের বিপক্ষে ম্যাচটি তার অ্যানফিল্ডে শেষ ম্যাচ হতে পারে। এরপর তিনি আফ্রিকান কাপ অব নেশন্সে যোগ দেবেন। সৌদি প্রো লিগ তাকে দলে নিতে আগ্রহী, কারণ আরব বিশ্বে তার জনপ্রিয়তা বিপুল এবং আর্থিকভাবেও তারা বড় অঙ্ক অফার করতে সক্ষম।
লিভারপুল বর্তমানে লিগে অষ্টম অবস্থানে, তবে টপ ফোর থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে। সালাহর মন্তব্যে কোচ স্লটের ওপর চাপ আরও বেড়েছে।
বিআলো/শিলি



