কোনও পক্ষের হুকুম মেনে কাজ করবে না নির্বাচন কমিশন: সিইসি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন নিয়ে কোনও পক্ষের হুকুম বা নির্দেশ মেনে কাজ করবে না নির্বাচন কমিশন—সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি সতর্ক করে বলেন, ব্যালট বাক্স লুট কিংবা কেন্দ্র দখলের চিন্তা যারা করছেন, তারা দিবাস্বপ্ন দেখছেন।
রোববার (১৫ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “এটা বিশেষ পরিস্থিতির নির্বাচন, বিশেষ ধরণের সরকারের অধীনে হচ্ছে। সংবিধান অনুযায়ী তিন মাসের মধ্যে নির্বাচন করা যেত, কিন্তু এখন রাজনৈতিক দলগুলো সরকার সংস্কার নিয়ে আলোচনা করছে। আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে তারিখ ঘোষণা হবে, তবে এখন কিছু দায়িত্ব আমাদের কাঁধেও এসেছে।”
তিনি জানান, কর্মকর্তাদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে—কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং কেউ যেন দলীয় স্বার্থে কাজ না করেন।
ভোটার তালিকা প্রসঙ্গে সিইসি বলেন, “আমরা চেষ্টা করছি তরুণ প্রজন্মকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে। এজন্য তফসিল ঘোষণার সময় যাদের বয়স ১৮ হবে, তারাও যেন ভোট দিতে পারে, সেই দিক বিবেচনায় আইন সংশোধনের চিন্তা করছি।”
সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে বলেও জানান তিনি। রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন নেওয়া হবে আগামী ২২ জুন পর্যন্ত।
তিনি আরও বলেন, “কর্মকর্তাদের বলেছি রাজনৈতিকভাবে সচেতন থাকবেন, কিন্তু রাজনীতি করবেন না। আমরা সমালোচনায় কষ্ট পাই না, বরং এতে নিজেদের শোধরানোর সুযোগ হয়।”
বিআলো/সবুজ