কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মাগুরায় জামায়াতের জোরালো নির্বাচনী প্রচারণা শুরু
এস এম শিমুল রানা, মাগুরা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় শক্ত অবস্থান ও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ প্রচারণার সূচনা করা হয়।
প্রচারণা সভায় মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এম.বি. বাকের ভোটারদের উদ্দেশে জোরালো আহ্বান জানিয়ে বলেন,
“সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হলে দাঁড়ি-পাল্লায় ভোট দিতে হবে। দাঁড়ি-পাল্লা কেবল একটি প্রতীক নয়—এটি ইনসাফ, ন্যায়বিচার ও মানুষের আস্থার প্রতীক।”
তিনি আরও বলেন,
“যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের রাজনীতি কায়েম করেছে, এই নির্বাচন হবে তাদের বিরুদ্ধে জনতার স্পষ্ট রায়।”
অপরদিকে, মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিন বলেন,
“মাগুরাবাসী আর অবহেলিত থাকতে চায় না। আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক উন্নয়নের রাজনীতি করতে চাই। স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আনাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“দাঁড়ি-পাল্লা মার্কা ন্যায়ের মার্কা, জনগণের মার্কা এবং মাগুরাবাসীর আস্থার একমাত্র প্রতীক।”
এ সময় অনুষ্ঠিত নির্বাচনী কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্লোগান ও বক্তব্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
উল্লেখ্য, গত বুধবার (২১ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে মাগুরা জেলার দুটি সংসদীয় আসন—মাগুরা-১ ও মাগুরা-২—এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে জেলা নির্বাচন অফিস। একই সঙ্গে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিআলো/ইমরান



