কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাউফলে তিনজন নির্বাচিত
মো.তারিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণে প্রতিযোগিতা শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইসতিয়াক সোয়েব রসূল।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা শফিকুল ইসলাম (প্রভাষক, ইসলামিক স্টাডিজ, বিলবিলাস নেসারিয়া ফাজিল মাদ্রাসা), মোঃ মোফাজ্জল হোসেন (সহকারী শিক্ষক, বিলবিলাস নেসারিয়া ফাজিল মাদ্রাসা) এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল রাহাত (দারুণ নাজাত মাদ্রাসা)।
বাউফলের বিভিন্ন মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তেলাওয়াত, সুর, মাখরাজ ও সামগ্রিক পরিবেশনার ভিত্তিতে বিচারকরা শীর্ষ তিন প্রতিযোগীকে নির্বাচিত করেন।
নির্বাচিতরা হলেন—
প্রথম স্থান: আব্দুর রহমান, বাউফল সালেহিয়া ফাজিল মাদ্রাসা
দ্বিতীয় স্থান: মো. রুহুল আমিন, বাউফল সরকারি কলেজ
তৃতীয় স্থান: সিয়াম, বাউফল সালেহিয়া ফাজিল মাদ্রাসা
আয়োজকরা জানান, বাছাইপর্বের পরবর্তী ধাপের তারিখ পরে জানানো হবে। প্রতিযোগিতায় উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বিআলো/ইমরান



