কোস্ট গার্ড-নৌবাহিনীর যৌথ অভিযান: নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার, ২ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক: টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৩৮ জন ভুক্তভোগীকে মানবপাচারকারীদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। এসময় দুইজন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী-পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজনকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে মধ্যরাত ২টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। একইসঙ্গে দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা তাদের নির্যাতন করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল এবং পরবর্তীতে সমুদ্রপথে পাচারের পরিকল্পনা করেছিল।
উদ্ধার হওয়া ভুক্তভোগী ও আটক মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যকলাপ রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/এফএইচএস