কৌশলগত কারণে ধানের শীষে নির্বাচন করছি: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: কৌশলগত কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ববি হাজ্জাজ। আজ তিনি ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলীর হাতে মনোনয়নপত্র জমা দেন ববি হাজ্জাজ। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ববি হাজ্জাজ বলেন, আমরা আশাবাদী, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে। নির্বাচন কমিশন তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে।
ধানের শীষ প্রতীকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা জোটে ছিলাম, জোটে আছি। বিএনপির নেতাকর্মীরা শুরু থেকেই আমাদের সহযোগিতা করে আসছেন। কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করবো।
তিনি আরও বলেন, আমি আশা করি নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেবে। হাদি হত্যা থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় বর্তমানে দেশের প্রতিটি এলাকা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গভীর রাতে ষড়যন্ত্র করে আরপিও সংশোধন করা হয়েছে, যার কারণে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে হচ্ছে। কৌশলগত বিবেচনায় বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েছি।”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ সোমবার। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।
এবার বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত ৫৮টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে। তবে নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না।
নির্বাচনী বিধি অনুযায়ী, দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা অথবা সাবেক সংসদ সদস্য হওয়ার প্রমাণ লাগবে।
গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএএম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
ইসি সচিবালয়ের কেন্দ্রীয় সমন্বয় কমিটির তথ্যমতে, রোববার পর্যন্ত সারা দেশে ৩ হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১১৬টি মনোনয়নপত্র ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে।
বিআলো/এফএইচএস



