• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ক্যাটরিনা কি ডায়াবেটিসে আক্রান্ত? 

     dailybangla 
    06th Oct 2024 6:39 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ডান হাতের কনুইয়ের ওপরে লাগানো একটি কালো প্যাঁচ। কোনোভাবেই তা সাজের অঙ্গ নয়। ওয়াকিফহাল মহলের বুঝতে দেরি হয়নি, এটি কোনো স্বাস্থ্যসংক্রান্ত প্যাঁচ।

    তাহলে ক্যাটরিনা কাইফ কি অসুস্থ? এমন প্রশ্ন ঘুরছে ভক্ত- অনুরাগীদের মনে। গত কয়েক মাসে বারবার শিরোনামে এসেছেন নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে। শেষ পর্যন্ত তা জানা গেল, এটি গুজব মাত্র।

    কিন্তু দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন ক্যাটরিনা। বিদেশেই দিন কাটাচ্ছিলেন পরিবারের সঙ্গে। ফের প্রশ্ন উঠল তার স্বাস্থ্য নিয়ে। শুক্রবার ক্যাটরিনাকে মুম্বাইয়ের কলিনা বিমানবন্দরে দেখা যায়। পরনে ফুলছাপ সিল্কের শাড়ি, কানে বড় ঝুমকা, কপালে ছোট্ট টিপে তাকে লাগছিল অসাধারণ সুন্দর।

    কিন্তু এরই মধ্যে নেটিজেনরা লক্ষ করে দেখেন—ক্যাটরিনার ডান হাতের কনুইয়ের ওপরে লাগানো একটি কালো প্যাঁচ। কোনোভাবেই তা সাজের অঙ্গ নয়। ওয়াকিফহাল মহলের বুঝতে দেরি হয়নি, এটি কোনো স্বাস্থ্যসংক্রান্ত প্যাঁচ।

    সামাজিক মাধ্যমে শুরু হয় লেখালিখি। প্রশ্ন ওঠে— তাহলে কি ক্যাটরিনা কাইফ অসুস্থ? এক নেটিজেন লিখেছেন—এটি ডায়াবেটিস প্যাঁচ। ক্যাটরিনা ঠিক আছেন তো? সাধারণত ডায়াবেটিসে আক্রান্তরা এ ধরনের প্যাঁচ ব্যবহার করেন। ত্বকের সঙ্গে লেগে থাকা এই ছোট্ট যন্ত্রাংশ, ডায়াবেটিসসংক্রান্ত তথ্যের জোগান দেয়। কখনো কোনো সমস্যা হলেই যাতে দ্রুত পদক্ষেপ দেওয়া যায়। তা ছাড়া যারা ইনসুলিন ব্যবহার করেন, তাদেরও সুবিধা হয় এই প্যাঁচ
    থাকলে।

    পরে ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, ওটি সত্যিই স্বাস্থ্যসংক্রান্ত প্যাঁচ। নিজের শারীরিক সুস্থতার বিষয়ে বরাবরই সচেতন ক্যাটরিনা। হার্ট রেট, ক্যালোরি কাউন্ট, স্লিপ প্যাটার্নের ওপর নজর রাখার জন্যই তিনি এই গ্যাজেট ব্যবহার করেছেন বলে মনে করা হচ্ছে।

    যদিও দীর্ঘদিন পর্দায় বা কোনো অনুষ্ঠানে তাকে দেখা যায়নি বলেই অনেকে সন্দেহ করছেন, হয়তো কোনোভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

    গত জানুয়ারি মাসে ক্যাটরিনাকে দেখা গিয়েছিল ‘মেরি ক্রিসমাস’ ছবিতে বিজয় সেতুপতির সঙ্গে। তার পর থেকে আর কোনো খোঁজ ছিল না এ অভিনেত্রীর। তিনি লন্ডনে ছিলেন বলে জানা যায়।

    শেষ পর্যন্ত জুলাই মাসে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে তার দেখা মেলে। এর পর তাকে দেখা যাবে ‘জি লে জারা’ এবং ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930