ক্যাম্পফায়ার থেকে ভয়াবহ আগুন, জ্বলছে জুকো উপত্যকা
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের নাগাল্যান্ড রাজ্যের পর্যটনসমৃদ্ধ জুকো উপত্যকায় ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের মতে, কয়েকজন ট্র্যাকারের অসাবধানতার কারণেই আগুনের সূত্রপাত।
ভারতীয় দৈনিক দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার চারজন স্থানীয় ট্র্যাকার জুকো উপত্যকায় ট্রেকিংয়ে গিয়ে তাঁবুর সামনে আগুন জ্বালান। পানির খোঁজে তারা সরে গেলে আগুন ছড়িয়ে পড়ে এবং তারা নিজেরাই আটকা পড়েন।
শনিবার উদ্ধার করার সময় দেখা যায়, অন্তত ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্র্যাকাররা তাদের ভুল স্বীকার করেছেন।
দুর্গম পাহাড়ি এলাকা ও সড়কপথ না থাকায় দমকল বাহিনীর গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি। ফলে নাগাল্যান্ড সরকার ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে আকাশপথে পানি ছিটিয়ে আগুন নেভানোর সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়াচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
বিআলো/শিলি



