ক্যারিবীয়ানে ‘মেলিসা’র তাণ্ডব: ২৫০ কিমি বেগে আঘাত, নিহত ৭
আর্ন্তজাতিক ডেস্ক: ২৫০ কিলোমিটার বেগে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’, বিপর্যস্ত হয়েছে ক্যারিবীয় অঞ্চল।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ক্যাটাগরি-৫ মাত্রার এ ঝড় প্রবল জলোচ্ছ্বাস ও দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এতে জ্যামাইকা, হাইতি ও ডোমিনিকান রিপাবলিক মিলিয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন।
জ্যামাইকায় বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে; হাজারো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য অনলাইন সহায়তা পোর্টাল চালু করেছে। রেড ক্রসের হিসাবে, ১৫ লাখেরও বেশি মানুষ সরাসরি ক্ষতির মুখে পড়তে পারেন।
এনএইচসি সতর্ক করেছে, মেলিসা জ্যামাইকায় ভয়াবহ বন্যা ও ভূমিধস ডেকে আনতে পারে। প্রতিবেশী কিউবায়ও বিপদসঙ্কেত জারি করে উপকূলীয় জনপদ থেকে মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, সমুদ্রের অস্বাভাবিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন মেলিসাকে অতিপ্রবল রূপ দিয়েছে- যা ক্যারিবীয় অঞ্চলের জন্য এক নতুন মানবিক সংকটের ইঙ্গিত বহন করছে।
বিআলো/শিলি



