ক্যাস্পিয়ান সাগরে ইরান-রাশিয়ার যৌথ নৌ মহড়া
আর্ন্তজাতিক ডেস্ক: ক্যাস্পিয়ান সাগরে যৌথ নৌ অনুসন্ধান ও উদ্ধার মহড়া করেছে ইরান ও রাশিয়া। অংশগ্রহণকারী জাহাজের সামুদ্রিক কুচকাওয়াজের মাধ্যমে মহড়াটি শেষ হয়। খবর সংবাদ সংস্থা মেহের’র।
‘সিএএসএআরইএক্স ২০২৫’ শীর্ষক যৌথ নৌ মহড়াটি কাস্পিয়ান সাগরে অংশগ্রহণকারী সারফেস ইউনিটগুলোর একটি বহন পর্যালোচনার মাধ্যমে শেষ করেছে, যা ইরানের কমান্ড জাহাজ ‘সিপার’ এর পাশ দিয়ে অতিক্রম করেছে।
ইরান-রাশিয়া যৌথ নৌ মহড়ার দ্বিতীয় রিয়ার অ্যাডমিরাল মোহসেন রাজ্জাঘি বলেন, চূড়ান্ত কুচকাওয়াজ মহড়ার সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
‘নিরাপদ ও সুরক্ষিত ক্যাস্পিয়ান সাগরের জন্য একসঙ্গে’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে ইরানের সেনা নৌবাহিনীর নৌ ও বিমান ইউনিট, যার মধ্যে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী জাহাজ সেপার, পেইকান, জোশান এবং দেরফাশ, পাশাপাশি আইআরজিসির শহীদ বাসির জাহাজ— অংশ নেয়।
ইরানের পুলিশ মেরিটাইম ফোর্সের হায়দার টহল নৌকা, বন্দর ও সামুদ্রিক সংস্থার পাক বুম জাহাজ, টাগবোট হারজ এবং আনজালি, দুটি এবি-২১২ হেলিকপ্টার এবং রাশিয়ার এসবি৭৩৮ অনুসন্ধান ও উদ্ধার জাহাজও এতে অংশ নেয়।
বিআলো/শিলি