‘ক্রিকেটে এমন হবে’— ধসের পরেও জয় নিয়ে খুশি টাইগার অধিনায়ক
স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের দেওয়া ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় বেশ স্বচ্ছন্দেই এগোচ্ছিল বাংলাদেশ। বিনা উইকেটে ১০৯ রান থেকে হঠাৎই নেমে আসে নাটকীয় ব্যাটিং ধস। মাত্র ৯ রানের ব্যবধানে হারায় টপ অর্ডারের ৬ উইকেট। বিপদে পড়লেও শেষ দিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জুটিতে ভর করে জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।
ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলী বিষয়টিকে সহজভাবেই নিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ড্রেসিংরুমে আরাম করে বসেছিলাম। ছেলেদের চেষ্টায় আমি সন্তুষ্ট।”
তবে ব্যাটিংয়ের এই বিপর্যয় নিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক থাকার কথাও জানালেন তিনি। জাকেরের ভাষায়, “শুরুটা আমরা ভালো করেছিলাম। কিন্তু এভাবে ধস নামাটা চিন্তার বিষয়। ক্রিকেট আসলে মজার খেলা। প্রতিপক্ষও আমাদের ওপর চাপ সৃষ্টি করেছিল। জয়-পরাজয় খেলাটারই অংশ। তবে বোলিং-ব্যাটিং দুই দিকেই উন্নতির জায়গা আছে।”
শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে শারজাহতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-২০। এই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করাই এখন টাইগারদের লক্ষ্য।
বিআলো/শিলি