• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ক্রীড়াঙ্গনে উপদেষ্টার অযাচিত হস্তক্ষেপের অভিযোগ আমিনুল হকের 

     dailybangla 
    03rd Sep 2025 9:50 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা দেশের খেলাধুলায় অযাচিত প্রভাব বিস্তার করছেন। বিশেষ করে ক্রিকেটে ষড়যন্ত্র, পদ বণ্টন ও কাউন্সিলর নির্ধারণের মাধ্যমে প্রভাব খাটানোর চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।

    বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা আউটডোর স্টেডিয়ামে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এসব অভিযোগ করেন আমিনুল হক।

    তিনি বলেন, “আমরা কখনোই চাই না দেশের ক্রীড়াঙ্গনকে ব্যক্তিগত আধিপত্য বিস্তারের জায়গা বানানো হোক। ক্রিকেটসহ যেকোনো খেলায় অযাচিত প্রভাব খাটানো হলে বিএনপি তা প্রতিহত করবে।”

    খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার

    আমিনুল হক বলেন, খেলাধুলার মাধ্যমেই তরুণদের মাদকমুক্ত করে সুস্থ ও মননশীল জাতি গড়ে তোলা সম্ভব। আশির দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে চালু হওয়া ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান স্মরণ করে তিনি জানান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিগগিরই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হবে। এর মাধ্যমে প্রতিটি জেলা ও বিভাগ থেকে ট্যালেন্ট হান্ট করে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয় খরচে পড়াশোনা ও খেলাধুলার দায়িত্ব নেওয়া হবে।

    ক্রীড়া আসরে বিএনপির উদ্যোগ

    তিনি জানান, তারেক রহমানের নির্দেশনায় ইতোমধ্যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনালও সামনে। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও ফুটবল ও ক্রিকেটসহ জনপ্রিয় খেলাধুলার আসর অব্যাহত রয়েছে।

    স্কুলে বাধ্যতামূলক খেলাধুলার ঘোষণা

    বিএনপি নেতা জানান, ক্ষমতায় গেলে দেশের প্রতিটি স্কুলে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি জাতীয় দলে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    গণমাধ্যম স্বাধীনতার আশ্বাস

    আমিনুল হক বলেন, গত ১৭ বছরে আওয়ামী সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে। বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং কর্মীরা ভয়ের বাইরে থেকে মত প্রকাশ করতে সক্ষম হবে।

    অনুষ্ঠানে লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা উপলক্ষে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বরিশাল মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতা-কর্মী ও বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930