ক্র্যাব ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর
dailybangla
23rd Sep 2025 1:34 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত (সোমবার) স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে ক্র্যাব সন্ধানী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডকে ক্রেডিট রেটিং সেবা প্রদান করবে। চুক্তিতে ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহেদ শামস আজাদ এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান