ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট নির্বাচিত সৈয়দ আবু নাসের বখতিয়ার
নিজস্ব প্রতিবেদক: নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড-এর ২০২৬–২৭ মেয়াদের জন্য নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত হয়েছে। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ১৯৬৫ ব্যাচের অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।
গত শনিবার বনানীর ক্লাবে অবস্থিত ফাদার পিসাতো ব্যানকুইট হলে ক্লাবের ৪র্থ থেকে ৯ম বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণে উৎসবমুখর পরিবেশে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রেসিডেন্ট পদে সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ৪৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৯৯১ ব্যাচের মোহাম্মদ জহিরুল ইসলাম কচি পেয়েছেন ১৪৫ ভোট।
১০ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদে সর্বোচ্চ ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ১৯৯৩ ব্যাচের খালেদ ফয়সাল রহমান জিতু। অন্য নির্বাচিত সদস্যরা হলেন— আবু সালেহ মোহাম্মদ সায়েম(৫৯৪), শেখ আমিনুর রহমান চঞ্চল (৫৬৯), শেখ মুনিরুল আলম টিপু (৫৫৫), মো. নজরুল ইসলাম মল্লিক (৫৪৩), আদনান নাফিস (৫২২), সাইফুল ইসলাম (৫০৭), আরিফুল ইসলাম চৌধুরী (৪৯৮), ডা. যোবায়ের হোসেন(৪৬০) এবং কাজী মোহাম্মদ মাহবুবুল হক(৪২৯)।
পরাজিত প্রার্থীদের মধ্যে শাহ মোহাম্মদ মাকসুদুল গনি পেয়েছেন ৩৯৫ ভোট, মো. নাহিদুল হাসান ৩৫৫ ভোট এবং মোস্তাফিজুর রহমান সুজন ২৭৪ ভোট পান।
নির্বাচনে মোট ৮৬৭ জন ভোটারের মধ্যে ৬৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা প্রায় ৭৫ শতাংশ। প্রেসিডেন্ট পদে ২০টি এবং কার্যকরী পরিষদ সদস্য পদে ১৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. আতিকুল আযম-এর নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে।
বিআলো/ইমরান



