ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদকে ‘চোর’ বললেন ইয়ামাল
dailybangla
25th Oct 2025 4:13 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: লা লিগার এল ক্লাসিকোর আগে উত্তেজনা ছড়িয়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। রিয়াল মাদ্রিদকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তারা চুরি করে, অভিযোগ করে, নানা কিছু করে।”
১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড কিংস লিগের এক ইউটিউব সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। রিয়াল ও বার্সা আগামী সপ্তাহান্তে মুখোমুখি হবে সান্তিয়াগো বার্নাবেউতে। বর্তমানে রিয়াল বার্সার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে।
ইয়ামাল আগেও রিয়ালকে নিয়ে এমন মন্তব্য করেছেন। গত মৌসুমে চার ম্যাচে তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে তিনি বলেছিলেন, “রিয়াল আমাদের সামলাতে পারে না।” এ মৌসুমে কুঁচকির চোট সামলে সাত ম্যাচে তিন গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছেন এই তরুণ সেনসেশন।
বিআলো/শিলি



