ক্ষমতা নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করছে বিএনপি: মো.শাহজাহান
বখতিয়ার সিকদার:বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো: শাহজাহান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য লড়াই করেনি, নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করছে বিএনপি। দীর্ঘ ১৭ বছর অবাধ-নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করেছি আমরা।আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারানুর রশিদ আজাদ, যুগ্ন আহবায়ক এড. এবিএম জাকারিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুর রহমান’সহ অনেকেই বক্তব্য রাখেন। পরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ শেষে শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বিআলো/ইমরান