খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন, ভারত-বাংলাদেশ নিরাপত্তা বৈঠক সম্ভাবনা
dailybangla
14th Nov 2025 5:51 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে ১৯ নভেম্বর দু’দিনের জন্য দিল্লি যাচ্ছেন।
সফরের মূল লক্ষ্য মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশগ্রহণ।
দিল্লি সফরের সময় বাংলাদেশের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের নীতিনির্ধারকদের সরাসরি আলোচনার সম্ভাবনা মাথায় রেখে, দ্বিপাক্ষিক সংক্ষিপ্ত বৈঠক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভারত সফর করেছিলেন।
খলিলুর রহমানের এই সফর হবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় কোনো উপদেষ্টার দিল্লি সফর।
বিআলো/শিলি



