খালেদা জিয়াকে জেলে পাঠানো ছিল ‘হত্যাচেষ্টা’: দাবি সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
তিনি দাবি করেন, মামলার রায় ঘোষণের আগে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, তবে তিনি কখনো দেশ ছাড়তে রাজি হননি। জেলখানায় অসুস্থ হয়ে পড়ার পরও সরকারের পক্ষ থেকে তাঁর বিদেশে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
বুধবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
এ ছাড়া বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং পৌর বিএনপির নেতারা।
অনুষ্ঠানে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসাশিক্ষক এবং বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



