খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন ড. আজহারী
dailybangla
31st Dec 2025 4:14 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা শেষে তার কফিন কাঁধে তুলে নিতে দেখা গেছে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে। এ দৃশ্য মুহূর্তেই উপস্থিত মানুষের দৃষ্টি কেড়ে নেয়।
বুধবার বিকাল তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন লক্ষাধিক মানুষ। জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। নামাজ শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নেন ড. মিজানুর রহমান আজহারী। পরে মরদেহ সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে নেওয়ার প্রস্তুতি শুরু হয়।
জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সরকারের উপদেষ্টারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
এছাড়াও ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিরা।
বিআলো/শিলি



