খালেদা জিয়ার জানাজায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন
dailybangla
31st Dec 2025 10:54 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল ও জিয়া উদ্যানে মোট ২৭ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, জানাজা ও দাফন কার্যক্রম ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই মোতায়েন। আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা এবং বিকাল সাড়ে ৩টায় জিয়া উদ্যানে দাফন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।
বিআলো/শিলি



