খালেদা জিয়ার জানাজা ও দাফনের প্রস্তুতি শেষ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বাদ জোহরের জানাজার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এদিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে খালেদা জিয়ার মরদেহবাহী কফিন রাখা হবে।
সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের এলাকা ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে জানাজা আদায় করা হবে।
সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে পারেন, সে জন্য নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সব দপ্তর কাজ করছে। জানাজার পর বিকাল সাড়ে তিনটার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
দাফন অনুষ্ঠানের সময় জিয়া উদ্যানে কেবল নির্ধারিত ব্যক্তিরাই প্রবেশের অনুমতি পাবেন। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে সীমিত থাকবে।
বিআলো/শিলি



