খালেদা জিয়ার জানাজা শেষে ফেরার পথে পদতলিত হয়ে নিহত নিরব মুন্সীর শেষ বিদায়
বাউফলে নিরব মুন্সীর জানাজা অনুষ্ঠিত
জানাজা শেষে পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা তারেক রহমানের
মো. তরিকুল ইসলাম মোস্তফা, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শেষে ফেরার পথে পদদলিত হয়ে নিহত নিরব মুন্সীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ২টায় পটুয়াখালীর বাউফল উপজেলার ডালিমা গ্রামে মরহুম নিরব মুন্সীর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা শেষে নিহত নিরব মুন্সীর পুত্র, পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধা তাহসিন আল নাহিয়ানের ভরণপোষণ ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে উপস্থিত প্রতিনিধির মাধ্যমে এ ঘোষণা জানানো হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও পটুয়াখালী–২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী–২ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার এবং পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাসু সরকার কুট্টি।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুলসংখ্যক মুসল্লি জানাজায় অংশ নেন। নিরব মুন্সীর অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে মুসল্লিরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিআলো/তুরাগ



