খালেদা জিয়ার দাফনে রাজধানীতে যান চলাচল সীমিত
dailybangla
31st Dec 2025 10:45 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন অনুষ্ঠান ঘিরে আজ সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।
আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম নির্বিঘ্ন করতে সকাল ৮টা থেকে কলেজ গেট মোড় (রেসিডেন্সিয়াল মডেল কলেজ), আইডিবি ভবন মোড় ও বিজয় সরণি এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে সাধারণ মানুষের জন্য হেঁটে চলাচলের সুযোগ থাকবে।
বিজ্ঞপ্তিতে নগরবাসীকে বিকল্প পথ ব্যবহার করে চলাচলের পরিকল্পনা করতে অনুরোধ জানানো হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআলো/শিলি



