খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ভুটানের রাজার উপহার
dailybangla
26th Nov 2025 6:23 pm | অনলাইন সংস্করণ
বিআলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে উপহার পাঠিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান খালেদা জিয়ার পক্ষ থেকে উপহার গ্রহণ করেন। উপহার পাঠানোর পাশাপাশি ভুটানের রাজা ও প্রধানমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
অসুস্থতার কারণে খালেদা জিয়াকে রোববার (২৩ নভেম্বর) রাতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
বিআলো/শিলি



