খালেদা জিয়ার পৈত্রিক বাড়িতে দোয়া, আলোচনা ও কুলখানি অনুষ্ঠিত
ফুলগাজী (ফেনী) সংবাদদাতা আবুল হাসনাত তুহিন: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ারের প্রতি গভীর শ্রদ্ধা ও তার আত্মার মাগফেরাত কামনায় ফেনীর ফুলগাজী উপজেলায় তাঁর পৈত্রিক বাড়িতে দোয়া, আলোচনা সভা ও কুলখানির আয়োজন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়িতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতা, কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রফিকুল আলম মজনু, খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার, জেলা বিএনপি নেতা জহিরুল কাইয়ুম নান্টু, জাহিদ হোসেন মজুমদারসহ বিভিন্ন উপজেলার বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি রফিকুল আলম মজনু তার বক্তব্যে বলেন, “জীবন দিয়ে হলেও আমি এই আসনটি দলকে উপহার দেব। খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক আমাদের হৃদয়ে তৈরি হয়েছে, সেটিকে শক্তিতে পরিণত করে তার রেখে যাওয়া আদর্শ ও কাজ এগিয়ে নিতে হবে। তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে মরহুমা খালেদা জিয়ারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিবারবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সকলে একত্র হয়ে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর নীতিমালা ও আদর্শে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
বিআলো/তুরাগ



