খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক নেতাদের গভীর শোক
বিআলো ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁকে বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করা হচ্ছে।
মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের পুরোনো বন্ধু হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে চীন-বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব ও সমন্বিত সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে উঠেছিল, যা দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে। চীনা পক্ষ তাঁর এ অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকাস্থ চীনা দূতাবাস এ শোকবার্তার তথ্য নিশ্চিত করেছে।
একইভাবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে গভীর শোক জানিয়েছেন। তিনি খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে স্মরণ করে বলেন, তিনি দেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মোদি ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং পাকিস্তানের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন। তিনি বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের প্রতীক ছিলেন। তাঁর মৃত্যুতে দেশে-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে।
বিআলো/শিলি



