খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন গুরুত্বপূর্ণ অভিভাবক ও অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তিনি বলেন, গণতন্ত্র ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার জন্য তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ড. ইউনূস উল্লেখ করেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা জাতিকে বারবার অনুপ্রাণিত করেছে। নারী শিক্ষা, অর্থনৈতিক উদারীকরণ ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার সিদ্ধান্তগুলো দেশকে এগিয়ে নিয়েছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়াকে দীর্ঘ কারাবাস করতে হয়েছে, যা বাংলাদেশের রাজনীতির এক বেদনাদায়ক অধ্যায়।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান।
বিআলো/শিলি



