খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক
বিআলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা দিয়ে তার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর খবরে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়। বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে হাসপাতাল প্রাঙ্গণে শোক কর্মসূচির ঘোষণা দেন। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ফজরের নামাজের পরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, দল গভীর বেদনায় আচ্ছন্ন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার সাহসী রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি এবং সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পৃথক শোকবার্তায় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বিআলো/শিলি



