খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মাহফিল
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম, আপসহীন দেশনেত্রী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম–৭১-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দোয়ার পাশাপাশি তাঁর রাজনৈতিক সংগ্রাম ও দেশ গঠনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
রোববার ঢাকার ওয়ারী এলাকায় জনতা পার্টির হল রুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম–৭১-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ শাহ আলম স্বপন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি খোকন মোঃ শরীফ, সাধারণ সম্পাদক আনাস, নির্বাহী সহ-সভাপতি শাহীন মাঝি, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, সহ-সভাপতি গিয়াসউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা পার্টির সভাপতি অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবীর আকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম–৭১-এর উপদেষ্টা ও তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাংবাদিক আহমেদ আলী, ঢাকা মহানগর দক্ষিণ ৩৯ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী দলের সদস্য মোঃ জামালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। শেষে মরহুম নেত্রীর রুহের শান্তি কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিআলো/তুরাগ



