খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা জাকির খান
জি.এম. মাসুদ ঢালী, নারায়ণগঞ্জ : দেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানবিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জাকির খান।
সোমবার সন্ধ্যায় নগরীর ২ নম্বর রেলগেট এলাকায় বিএনপির সাবেক কার্যালয়ের সামনে শোক ও শ্রদ্ধাবোধে পরিপূর্ণ পরিবেশে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়বদ্ধতা থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্থানীয় কয়েকশ’ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। এর আগে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। নির্যাতন, কারাবরণ ও নানা প্রতিকূলতার মাঝেও তিনি কখনো স্বৈরাচারের কাছে মাথা নত করেননি। তাঁর ত্যাগ, সাহস ও আপসহীন নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আকরাম প্রধান, যুবদল নেতা পারভেজ মল্লিক এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, সদর থানা বিএনপি নেতা লিংকন খান, জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক হাজী সুমন মাহমুদ, মহানগর প্রজন্ম দলের আহ্বায়ক সারোয়ার করিম, সদস্য সচিব আক্তার হোসেন অপু এবং মহানগর নেতা মো. সনেটসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
শেষে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানো এবং দেশনেত্রীর আত্মার শান্তি কামনার মধ্য দিয়ে এই মানবিক কর্মসূচির সমাপ্তি ঘটে।
বিআলো/তুরাগ



