খালেদা জিয়ার রূহের মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর রূহের মাগফিরাত কামনায় সোনারগাঁয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে শম্ভুপুরা এলাকায়, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায়, যুব-বিষয়ক সম্পাদক নোবেল মীরের সার্বিক ব্যবস্থাপনায় স্থানীয় মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
দোয়া মাহফিলে আবেগাপ্লুত কণ্ঠে নোবেল মীর বলেন, “বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রী ছিলেন না, তিনি দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর ত্যাগ, সংগ্রাম ও আপসহীন নেতৃত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তিনি আরও যোগ করেন, “আজ আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি—তিনি যেন আমাদের এই শোক সহ্য করার শক্তি দেন।”
শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি ও দেশের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
বিআলো/তুরাগ



