খালেদা জিয়ার সমাধিতে এফবিসিসিআই সংস্কার পরিষদের শ্রদ্ধা নিবেদন
dailybangla
07th Jan 2026 11:39 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে এফবিসিসিআই সংস্কার পরিষদ।
বুধবার (৭ জানুয়ারি) এফবিসিসিআই সংস্কার পরিষদের উদ্যোগে রাজধানীর বনানীতে অবস্থিত বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় এফবিসিসিআইয়ের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সিইপি বজলুর রহমান সংস্কার পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতিতে তার অবদানের কথা স্মরণ করেন।
বিআলো/তুরাগ



