খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের খাবার বিতরণ
dailybangla
16th Aug 2025 7:54 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদল।
শনিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশে শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরশুরামের কৃতি সন্তান ও জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন, সালমান আহমেদ, সজীব, টনি, রোমান, সম্রাট, রাকিব, রাইসুল রুবাই, রাহাত গাজী, আবিদ হাসান, সুইট, তোহা, মাহবুবসহ সংগঠনের নেতাকর্মীরা।
খাবার বিতরণকালে সাব্বির হোসেন বলেন, “আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা তার দ্রুত আরোগ্য কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছি।”
বিআলো/তুরাগ