খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনা করে শাহবাজ শরিফের বার্তা
আর্ন্তজাতিক ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর সাম্প্রতিক শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে এ শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।
শনিবার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেল জানায়, খালেদা জিয়ার অসুস্থতার খবর পাওয়া মাত্রই গভীর উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর আগে ২৭ নভেম্বর তাঁর সুস্থতা কামনায় ফুলের তোড়াও পাঠান পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী।
চিঠিতে শাহবাজ শরিফ লেখেন, বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান সর্বজনবিদিত। একই সঙ্গে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের অগ্রগতিতে তাঁর ভূমিকার প্রশংসা করেন তিনি। পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানান তিনি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া দ্রুত আরোগ্য লাভ করে তাঁর দল ও দেশের জন্য নেতৃত্ব ও অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন পাকিস্তান সরকার এ আশা করে।
বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৩ নভেম্বর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, গত তিন দিন ধরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
বিআলো/শিলি



