খালেদা জিয়া ও মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় পোড়াবাড়ীতে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের প্রতীক ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজারে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে সদর উপজেলা কৃষক দল।
সদর উপজেলা কৃষক দলের সদস্য রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামিমুর রহমান খান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে শামিমুর রহমান খান শামীম বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর আপসহীন নেতৃত্ব এ দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। একই সঙ্গে সাবেক মন্ত্রী মাহমুদুল হাসান দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “দেশের কৃষক সমাজ আজ নানা সংকটে রয়েছে। এই সংকটময় সময়ে কৃষক দলকে ঐক্যবদ্ধভাবে কৃষকদের অধিকার আদায়ে মাঠে থাকতে হবে।”
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় জেলা ও উপজেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



