খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক”—আবেগঘন স্ট্যাটাসে আসিফ আকবর
এস এম শাহজালাল সাইফুল: বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগভরা একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। ব্যক্তিগত স্মৃতিচারণা করতে গিয়ে তিনি লিখেছেন, “খালেদা জিয়া শুধু একটি নাম নয়, তিনি জাতীয় ঐক্যের প্রতীক।”
শুক্রবার (৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ আকবর লেখেন—“মুহূর্তে মুহূর্তে ম্যাডামের কথা মনে পড়ে। তাঁর সঙ্গে থাকা ছোট ছোট স্মৃতিগুলো মনকে বারবার নাড়া দেয়। সারাদেশের মানুষের ভালোবাসা দেখে নিজেকে কখনো কখনো শামুকের মতো গুটিয়ে নিই। খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক; দেশকে ভালোবেসে তিনি জীবনটা উৎসর্গ করেছেন। এখন দেশের মানুষও তাঁকে যোগ্য মর্যাদা দিয়ে সম্মান জানাচ্ছেন। তবে মনে হয় কোথায় যেন একটুখানি অতৃপ্তি রয়ে গেছে।”
তিনি আরও লিখেছেন—
“উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ম্যাডাম। দেশের রাজনৈতিক ডামাডোল এখন তাঁর অসুস্থতার খবরে ছাপিয়ে গেছে। সাধারণ মানুষ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। নির্বাচন সামনে রেখে সমগ্র দেশ যেন চায়ের দোকানে পরিণত হয়েছে। মাইনাস ফর্মুলা নিয়ে দুশ্চিন্তায় আছেন বিএনপি সমর্থকসহ অনেক সাধারণ মানুষ।”
স্ট্যাটাসের শেষাংশে আসিফ উল্লেখ করেন—
“জিয়া পরিবারের ত্যাগে গড়ে ওঠা বিএনপির মূল শক্তি এই পরিবার। শহীদ জিয়া ও বেগম জিয়ার অস্তিত্বের ওপর সামান্য আঘাতও দেশবাসী মেনে নিতে পারে না। বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে বেঁচে আছেন। ইনশাআল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে দেশের মানুষের পাশে ফিরে আসবেন।”
এদিকে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী রোববার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। কাতার দূতাবাস জানিয়েছে, শনিবার বিকেল ৫টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করবে। কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে পাঠানো ওই এয়ার অ্যাম্বুলেন্সের অবতরণ অনুমতিও সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে তাঁকে নিতে দেশে পৌঁছেছেন তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
বিআলো/তুরাগ



