খালেদা জিয়া শুধু বিএনপির নয়, বাংলাদেশের সম্পদ: মাসুদুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির সম্পদ নন; তিনি বাংলাদেশসহ সকল গণমানুষের সম্পদ। তিনি বলেন, “সারাদেশের মানুষ দলমত নির্বিশেষে তার সুস্থতা কামনা করছে—এটাই প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।”
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মহানগর ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে আয়োজিত অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বাংলাদেশের জন্য তিনি অসীম ত্যাগ স্বীকার করেছেন। স্বামী, সন্তান, স্বজন হারিয়েছেন; রাজনৈতিক প্রতিটি সংকটে ছিলেন আপোষহীন। কখনো জনগণকে ছেড়ে যাননি। আপনারা তার জন্য দোয়া করবেন—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”
ছাত্রদল নেতাদের উদ্দেশে মাসুদুজ্জামান বলেন, “জাতীয়তাবাদী দল ছাত্রদলকে নিয়ে গর্ব করে। এই গর্বকে জনগণের গর্বে রূপ দিতে হবে আপনাদেরই। ভলেন্টিয়ার কাজ, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা—এসব ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন। মেডিকেল টিম গড়ে জনগণের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।”
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসূফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর মহিলাদলের সভাপতি দিলারা মাসুদ ময়না, যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাবেক কাউন্সিলর শওকত হোসেন শকু, তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাতসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শেষে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. শিব্বীর আহম্মেদ।
বিআলো/ইমরান



