খুব শিগগিরই ভেনেজুয়েলায় স্থল অভিযান: ট্রাম্প
আর্ন্তজাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় মাদকচোরাচালান নেটওয়ার্ক মোকাবিলায় যুক্তরাষ্ট্র খুব শিগগিরই স্থল অভিযান শুরু করবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সেনাদের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ট্রাম্প বলেন, সাম্প্রতিক সামুদ্রিক অভিযানে মাদকবাহী নৌকার সংখ্যা কমে গেছে, তাই চোরাচালানকারীদের দমনে এবার স্থলভাগে অভিযান চালানো হবে।
গত কয়েক সপ্তাহ ধরেই ভেনেজুয়েলাকে কেন্দ্র করে সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’-এর অংশ হিসেবে ক্যারিবিয়ান সাগরে ডজনখানেক যুদ্ধজাহাজ ও প্রায় ১৫ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে।
এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার কয়েকজন সহযোগীকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, যা আরও কঠোর নিষেধাজ্ঞার পথ খুলে দিয়েছে।
তবে মাদুরোর বিরুদ্ধে সামরিক হামলা চালানো হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সূত্র: আলজাজিরা
বিআলো/শিলি



