খুলনায় এনসিপি নেতার ওপর গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
মুশফিকুর রহমান,খুলনা: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ মোতালেব শিকদার এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, দুটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, গুলিটি তার মাথার বাঁ পাশ দিয়ে প্রবেশ করে। জরুরি বিভাগে আনার সময় তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।
চিকিৎসকরা দ্রুত সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিলেও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিটি স্ক্যানের সুবিধা না থাকায় পরে তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হচ্ছে বলে জানান এনসিপি খুলনা জেলার সাবেক সহ-সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি অভ্যন্তরীণ কোন্দলজনিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, ঘটনার আশপাশ এলাকায় অপরাধপ্রবণতা রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোড এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হলে সেদিনই তিনি মারা যান।
বিআলো/ইমরান



