• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খুলনায় ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম উদ্বোধন 

     dailybangla 
    14th Nov 2024 7:31 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক ডেস্ক: দক্ষিণের বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হয়েছে ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার। নগরীর প্রাণকেন্দ্র খান-এ-সবুর রোডে অবস্থিত কম্পিউটার পণ্যের মার্কেট জলিল টাওয়ারের তৃতীয় তলায় ওয়ালটনের কম্পিউটার পণ্যের জন্য ডেডিকেটেড এই আউটলেট চালু করা হয়েছে। এখান থেকে ক্রেতাগণ ওয়ালটনের সকল ধরনের কম্পিউটার পণ্য ক্রয় এবং অভিজ্ঞতা নিতে পারবেন। পাবেন সার্ভিস সংক্রান্ত প্রয়োজনীয় সেবা।

    গত ১১ নভেম্বর (সোমবার) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধন করা হয়। একই দিন সন্ধ্যায় শহরের গ্রান্ড প্ল্যাসিড হোটেলে অনুষ্ঠিত হয় কম্পিউটার ডিলার ও কর্পোরেট গ্রাহকদের জন্য ডিলার মিট। এতে খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা থেকে আগত কম্পিউটার পণ্যের ডিলারগণ অংশ নেন।

    অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি লুলনার সভাপতি সরদার মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আহমেদ কবির, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) লিয়াকত আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিম এবং জিনাত হাকিম, ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় ইউটিউব চ্যানেল পিসি বিল্ডার বাংলাদেশ-এর অন্যতম প্রতিষ্ঠাতা অনন্য জামান, বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা ও জলিল টাওয়ার কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ।

    এ প্রসঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এএমডি লিয়াকত আলী বলেন, বর্তমানে সবার জন্য প্রযুক্তিপণ্য অত্যাবশকীয় হয়ে উঠেছে। দেশের প্রতিটি প্রান্তে আরো সহজেই ক্রেতারা যাতে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিকমানের কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ ক্রয় এবং এ সংক্রান্ত সেবা পেতে পারেন সেজন্যই গুরুত্বপূর্ণ শহরগুলোতে ডেডিকেটেড শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার চালু করা হচ্ছে। একইসঙ্গে আমরা বিভাগীয় শহরগুলোতে ডিলার মিট করছি। এরফলে সকলের দোরগোঁড়ায় সাশ্রয়ী মূল্যের আন্তর্জাতিকমানের ওয়ালটন কম্পিউটার পণ্য ও সেবা পৌঁছে যাচ্ছে। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ শহরে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

    বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার সভাপতি সরদার মনিরুল ইসলাম খুলনার আইটি মার্কেটে ডেডিকেটেড শোরুম ও এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধনের জন্য ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, খুলনাবাসীর জন্য এটি একটি আনন্দের সংবাদ। দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনকে খুলনার আইটি মার্কেটে স্বাগত। এ উদ্যেগের ফলে এই অঞ্চলের আইটি পণ্যের ব্যবসায় ইতিবাচক পরিবর্তন আসবে। ক্রেতারাও আরো সহজেই ওয়ালটনের পণ্য ও সেবা হাতের নাগালে পাবেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930