খুলনায় পচা মাংস বিক্রির দায়ে কারাদণ্ড ও জরিমানা
মুশফিকুর রহমান লাভলু: খুলনার কয়রা উপজেলার পুরাতন বাজারে পচা গরুর মাংস বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েছেন এক মাংস ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দশ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলি বিশ্বাসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বৃহস্পতিবার সকালে কয়রা বাজার থেকে গরুর মাংস কিনে বাড়ি ফেরেন আব্দুর রবসহ বেশ কয়েকজন ক্রেতা। প্যাকেট খোলার সঙ্গে সঙ্গেই তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে সন্দেহ হলে তারা মাংস ফেরত দিতে দোকানে আসেন এবং সিদ্দিক মোড়লের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
পরবর্তীতে কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম ঘটনাটি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় সিদ্দিক মোড়লকে আটক করে রাখেন এবং উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে ইউএনও রুলি বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাস বলেন, “পচা মাংস বিক্রি একটি ভয়ংকর অপরাধ। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। খবর পেয়ে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছি। এমন অভিযান নিয়মিত চলবে।”
আটককৃত ব্যক্তি সিদ্দিক মোড়ল (৪২), তিনি কয়রা উপজেলার ১ নম্বর কয়রা গ্রামের রহিম মোড়লের ছেলে। স্থানীয়দের অভিযোগ, সিদ্দিক মোড়ল ও তার সহযোগী আব্দুল গফুর দীর্ঘদিন ধরে বাজারে পচা ও বাসি মাংস বিক্রি করে আসছিলেন।
এই ঘটনায় কয়রা বাজারে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানান স্থানীয়রা। তাদের দাবি, বাজারে নিয়মিত নজরদারি না থাকায় ভোক্তারা প্রতারিত হচ্ছেন। এমন নজিরবিহীন শাস্তি ভবিষ্যতে অপরাধীদের রোধে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
বিআলো/সবুজ