খুলনায় পৌঁছেছে এনসিপি নেতারা, রাত ৯টা ৩০ মিনিটে সংবাদ সম্মেলন
খুলনা প্রতিনিধি: গোপালগঞ্জে হামলার পর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শীর্ষ নেতারা নিরাপত্তা বিবেচনায় খুলনায় অবস্থান নিয়েছেন। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার পর তাঁরা খুলনা সার্কিট হাউজে পৌঁছান। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৯টা ৩০ মিনিটে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ ও কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন সাংবাদিকদের বলেন, জুলাই পদযাত্রার প্রেক্ষাপট, গোপালগঞ্জে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা এবং সামনে কীভাবে এগোবো-সেসব বিষয়েই শীর্ষ নেতারা আজকের ব্রিফিংয়ে কথা বলবেন।
তিনি আরও জানান, সংবাদ সম্মেলনে হাসনাত-সার্জিসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং আগামী কর্মসূচি, রাজনৈতিক অবস্থান ও প্রতিরোধ পরিকল্পনা ঘোষণা করবেন।
এদিকে খুলনা শহরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুলনা প্রেসক্লাবের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সন্ধ্যার পর থেকেই খুলনায় এনসিপির কর্মী-সমর্থকরা সমবেত হতে শুরু করেছেন। সংবাদ সম্মেলন ঘিরে সাংবাদিক ও জনসাধারণের আগ্রহও রয়েছে তুঙ্গে।
এর আগে গোপালগঞ্জে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সশস্ত্র হামলা চালায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত চারজন নিহত ও বহু মানুষ আহত হন। পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে এনসিপির শীর্ষ নেতারা কর্মসূচি স্থগিত করে খুলনার দিকে রওনা দেন।
এখন সকলের দৃষ্টি রাতের সংবাদ সম্মেলনের দিকে, যেখানে এনসিপির পক্ষ থেকে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ও অবস্থান স্পষ্ট করা হবে।
বিআলো/এফএইচএস