খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা
dailybangla
19th Jan 2026 9:35 pm | অনলাইন সংস্করণ
খুলনা ব্যুরো : সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগে খুলনায় ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।
মামলাটি গ্রহণ করে বিজ্ঞ বিচারক মো. আসাদুর জামান পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ মে তারিখ নির্ধারণ করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাড. বাবুল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, ফেসবুক আইডির মাধ্যমে প্রচারিত মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হয়। এতে কোকোর পরিবার, বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্টদের মানহানি ও ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
বিআলো/আমিনা



