খুলনায় মোটরসাইকেলের ধাক্কায় ইজিবাইক চালকের মৃত্যু, আহত ১
মুশফিকুর রহমান খুলনা: খুলনায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মন্টু শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক জিম গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (আজ) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মন্টু শেখ আড়ংঘাটা থানাধীন দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা ও মোসলেম শেখের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন বলে জানা গেছে।
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) জাকিরুল ফিরোজ জানান, সকালে মন্টু শেখ মিনাক্ষী সিনেমা হলের পাশের ওয়াল্টন প্লাজার সামনে তার ইজিবাইক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে রোড ডিভাইডারের সঙ্গে মাথায় আঘাত পান।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একই ঘটনায় মোটরসাইকেল চালক জিম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/তুরাগ



