খুলনা বিএনপির নেতার উপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
মুশফিকুর রহমান, (কয়রা) খুলনা: খুলনা ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আবুল বাশারের উপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল করেছে কয়রা উপজেলা বিএনপি।
রবিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় বিক্ষোভ মিছিল শেষে তিনরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম মাওলা বকস বলেন, বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতা কর্মীরা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছে। মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন খুন গুম বোমা হামলা করে রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।
কথা বলার স্বাধীনতা নাগরিক অধিকার হনন নিজ বসতবাড়িতে বসবাসের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার। কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল বলেন, একটি স্বাধীন দেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের সরকারের স্বেচ্ছাচারিতা একনায়কতন্ত্র কর্মকান্ডের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার সংবিধান অনুযায়ী রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের রয়েছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক অধিকার ভোটদানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল যা সম্পূর্ণরূপে সংবিধানের লঙ্ঘন। তিনি খুলনা ফুলতলা বিএনপি আহবায়কের উপর বোমা হামলার তীব্র নিন্দা করেন।
প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, মহররম হোসেন, ডিএম নুরুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, প্রভাষক আবুল কালাম আজাদ, নাজমুল হুদা, জাফরিন, বিল্যাল হোসেন, এ করিম, কামরুল ইসলাম খান, উপজেলা যুবদলের সদস্য মোতাসিম বিল্লাহ, যুবদল নেতা আহাদুর রহমান লিটন,জাহিদুল ইনলাম, মোস্তাফিজুর রহমান খোকন, আওছাফুর রহমান, মোস্তাফিজুর রহমান রাজু, কামরুজ্জোহার টুটুল, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, মুন্না, মৎস্যজীবি দলের আছের উদ্দিন, তাতি দল নেতা আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্রদল নেতা মেহেদী হাসান, আম্মার হোসেন রাজু, তৌহিদুর রহমান, মামুন, মেহেদী প্রমুখ।
বিআলো/তুরাগ