• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    19th Jun 2025 11:29 pm  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন বুধবার সকাল সাড়ে ৯ টায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।

    সভার শুরুতে বিগত কল্যাণ সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অত:পর সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উত্থাপিত সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়গুলো পুলিশ কমিশনার মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারকে নির্দেশনা প্রদান করেন।

    অতপঃর খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: সৈয়দ একেএমএন করিম ডেঙ্গু এবং করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

    সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ এর সর্বস্তরে সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সুপারভাইজিং পদের কর্মকর্তাগণ অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে সকল পদমর্যাদার পুলিশ অফিসার ও ফোর্সকে অবশ্যই ডিসিপ্লিন মেনে চলতে হবে।

    পুলিশ সদস্যের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি করা, জনগণের সাথে আচরণ, কর্মস্থলে ডিসিপ্লিন রক্ষা ও আইনগত বিষয়ে জ্ঞান বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্ষার মৌসুমে ঠান্ডা, জ্বর ও সর্দি-কাশি এড়াতে ডিউটির সময় ছাতা বা রেইনকোট ব্যবহারে নির্দেশনা প্রদান করেন। পুলিশ লাইন্স ব্যারাক, থানা, ফাঁড়ি কম্পাউন্ড পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন।

    খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সবাইকে আন্তরিকভাবে একযোগে কাজ করার আহবান জানান।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031