খেলতে খেলতে শেখার আনন্দ: কিডস টাইমের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ
শিশুদের জন্য আর্ট, স্টোরিটেলিং, সিঙ্গাপুর ম্যাথসহ নানা কার্যক্রমে উৎসব মুখর আয়োজন
নিজস্ব প্রতিবেদক: শিশুদের জন্য আনন্দময় ও সৃজনশীল শেখার পরিবেশ তৈরিতে কাজ করা আফটার-স্কুল প্রোগ্রাম ‘কিডস টাইম’ উদযাপন করেছে তাদের অষ্টম বর্ষপূর্তি।
শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি শাখায় আয়োজিত এই উৎসবে অনলাইন ও অফলাইন মিলিয়ে অংশ নেয় প্রায় ৫০০ শিক্ষার্থী। এতে কিডস টাইমের ধানমন্ডি, খিলগাঁও, সাভার, রাজশাহী ও কিশোরগঞ্জ শাখার শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সহযোগী প্রিস্কুলের শিশুরাও অংশ নেয়।
অনুষ্ঠানে ছিল শিশুদের অংশগ্রহণমূলক নানা কার্যক্রম ও সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবের গিফট পার্টনার ছিল ‘গুফি’, বেভারেজ পার্টনার ‘আরাম’, এবং লার্নিং পার্টনার হিসেবে ছিল ‘টিচার্স টাইম’।
২০১৬ সালে যাত্রা শুরু করা কিডস টাইম ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত এবং প্রবাসে বসবাসরত ৫ হাজারেরও বেশি শিশুর কাছে পৌঁছেছে। খেলার মাধ্যমে শেখার এই উদ্ভাবনী পদ্ধতিতে প্রতিষ্ঠানটি শিশুদের জন্য আর্ট, স্টোরিটেলিং, সিঙ্গাপুর ম্যাথ এবং কমিউনিকেশন স্কিলসহ নানা কোর্স পরিচালনা করছে।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান সাথী বলেন,“শিশুরা যখন শেখার আনন্দ উপভোগ করে, তখনই তা সবচেয়ে কার্যকর হয়ে ওঠে। আমাদের লক্ষ্য সবসময়ই ছিল প্রতিটি শিশুর মধ্যে কৌতূহল, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তোলা। আগামী দিনগুলোতে আমরা আরও বেশি পরিবারের কাছে এই আনন্দময় শিক্ষার অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।”
নবম বছরে পদার্পণ করে কিডস টাইম আরও বিস্তৃত পরিসরে শিশুদের জন্য কৌতূহল, আত্মবিশ্বাস ও আনন্দভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছে।
📞 Media Contact:
Asad Rassel | Honorary Advisor, PR & Communications, Light of Hope Ltd.
📧 Email: asad.rassel@lohbd.com
📱 Phone: +880 1712 542 633
🏢 Address: Regina Garden, 67/A Road 9/A, Dhanmondi 1209, ঢাকা
বিআলো/তুরাগ



