• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খেলাধুলার প্রসারে প্রতিটি খালি জায়গায় মাঠ তৈরি করবে বিএনপি: আমিনুল হক 

     dailybangla 
    29th Aug 2025 9:35 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “সারা বাংলাদেশে খেলাধুলার মাঠের ভয়াবহ সংকট রয়েছে। আগামী প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে খেলার মাঠ অপরিহার্য।

    অথচ দীর্ঘ ২০ বছর ধরে মাঠের দাবি জানানো হলেও আওয়ামী স্বৈরাচার সরকার গত ১৭ বছরে খালি মাঠগুলো দখল করে স্থাপনা গড়ে তুলেছে। এতে ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়েছে।”

    শুক্রবার বিকেলে রাজধানীর পল্লবীর প্যারিস রোড মাঠে আয়োজিত “ফ্রেন্ডশিপ ফুটবল ম্যাচ–২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অব মিরপুর আয়োজিত এই খেলায় মুখোমুখি হয় ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব বনাম দূর্জয় যুবসংঘ।

    আমিনুল হক বলেন, “আজকের দিনে আমাদের সন্তানরা মাঠে খেলাধুলার সুযোগ পাচ্ছে না। খেলার জায়গার অভাবে তারা মোবাইলে সময় নষ্ট করছে, এতে শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা চাই প্রতিটি শিশু ও তরুণ প্রতিদিন খেলাধুলায় অংশ নিক, সুস্থ জাতি হিসেবে বেড়ে উঠুক।”

    তিনি প্রতিশ্রুতি দিয়ে আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি স্কুল-কলেজে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি ওয়ার্ড, থানা ও উপজেলায় খালি জায়গা সংরক্ষণ করে খেলার মাঠ তৈরি করা হবে। পাশাপাশি মাঠের চারপাশে প্রবীণদের হাঁটার পথ নির্মাণ করা হবে, যাতে তারা সুস্থ থাকতে পারেন।

    বিএনপির কেন্দ্রীয় নেতা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন—আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে দেশের সর্বত্র খেলাধুলা ও খেলার মাঠের উন্নয়ন নিশ্চিত করা হবে। “আমরা একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই, আর এর অন্যতম উপায় হচ্ছে খেলাধুলা,” যোগ করেন তিনি।

    ফুটবল ম্যাচে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ২-১ গোলে দূর্জয় যুবসংঘকে হারায়।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031