সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে এবং খুন সন্ত্রাস স্বৈরদস্যুতার হিংস্র রাজনীতি বর্জন করে মানবতার রাজনীতির আহ্বানে ইনসানিয়াত বিপ্লবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, গাজীপুরে খুন সন্ত্রাস স্বৈরদস্যুতা ভিত্তিক বিভিন্ন অপরাধী রাজনৈতিক দলের অপরাধ তুলে ধরায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে মবসন্ত্রাস করে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।
তিনি বলেন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত অন্যায়ের বিরুদ্ধে সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মর্মান্তিক হত্যাকাণ্ড সত্যের কণ্ঠ রুদ্ধ করে সমাজ ও দেশকে মানবতার বিধ্বংসী অপরাধী রাজনীতির গ্রাসে ধ্বংস করার ষড়যন্ত্র।
তিনি আরো বলেন, দেশে চলমান ব্যাপক খুন দস্যুতা চাঁদাবাজি দুর্নীতি মবসন্ত্রাসের পিছনে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী হিংস্র সাম্প্রদায়িক স্বৈররাজনীতি ও বস্তুবাদী জাতীয়তাবাদী পাশবিক স্বৈরদস্যুতার ধারক ক্ষমতালোভী সন্ত্রাসী রাজনৈতিক গ্যাং জড়িত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত বলেন, সব মানুষের কল্যাণে মানবতার রাজনীতি ব্যতীত কখনো জীবনের সুরক্ষা এবং নিরাপদ সমাজ ও রাষ্ট্র হবে না।
তিনি আরো বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার ও খুনি চক্রের সবার গ্রেপ্তার দাবি করেন এবং তার জন্য দয়াময় আল্লাহ তাআলার মাগফেরাত ও প্রাণাধিক প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কামনা করেন।
জীবনের ঝুঁকি নিয়ে অপরাধী রাজনীতির চক্রের মুখোশ উন্মোচন করে সমাজ ও দেশকে রক্ষার জন্য সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মত্যাগ অনুসরণীয় দৃষ্টান্ত উল্লেখ করে আল্লামা ইমাম হায়াত এলাকায় তার নামে একটি সড়ক শিক্ষা প্রতিষ্ঠান নামকরণের দাবি জানান। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর মহাসচিব শেখ রায়হান রাহবার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ